প্রখ্যাত ফকীহ ও মুহাদ্দিস আল্লামা আবুল হাসান আহমাদ ইবনে আবুবকর কুদূরী (রহ.)-এর জীবনী

এবং গ্রন্থাবলী [পিডিএফ]

জন্ম বংশ পরিচয়:

চতুর্থ স্তরের ইসলামী আইনশাস্ত্র বিশেষজ্ঞদের মধ্যে প্রখ্যাত ফকীহ ও মুহাদ্দিস আল্লামা আবুল হাসান আহমাদ ইবনে আবু বকর মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে জাফর ইবনে হামাদান বাগদাদী আর কুদূরী ৩৬২ হিজরী সালে বাগদাদে জন্ম গ্রহণ করেন।

কুদূরী নামে নামকরণ:

মাদীনাতুল উলুম গ্রন্থ প্রণেতা কুদূরী নামকরণের স্বার্থকতা সম্পর্কে বলেন যে, গ্রন্থকার হাঁড়ি-পাতিল তৈরি করতেন, কিংবা ব্যবসা করতেন, নতুবা কুদূর নামক গ্রামে জন্মগ্রহণ করেন আর সে হিসেবেই তিনি কুদূরী নামে পরিচিতি লাভ করেন।

শিক্ষা কর্মজীবন:

ইমাম কুদূরী ফিকাহশাস্ত্র এবং হাদীসশাস্ত্র ইসলামের স্তম্ভ, আল্লামা ইমাম আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবনে ইয়াহ্‌ইয়া ইবনে মাহদী জুররানী (ওফাত ৩৯৮ হিঃ) হতে শিক্ষা লাভ করেন। তিনি ইমাম আবু বকর জাস্সাস –এর শিষ্য ছিলেন।

খাতীবে বাগদাদী বলেন, আমি ইমাম কুদূরী থেকে হাদীস বর্ণনা করেছি। তিনি সত্যবাদী এবং হাদীস খুব কমই বর্ণনাকারী।

তিনি ইসলামী আইন বিশেষজ্ঞ, সত্যবাদী। তাঁর মাধ্যমেই হানাফীদের শৌর্য-বীর্য ইরাকের মাটিতে পদার্পণ করেছে। তাঁর খুবই সম্মান ও মর্যাদা হয়েছে। তাঁর বক্তৃতা, ক্ষুরধার লিখনী বাস্তবিকই চিত্তাকর্ষক। প্রাত্যহিক জীবনে কুরআনে হাকীম তিলাওয়াত করতেন। ইমাম সাম’আনী

 

তিনি তৎকালীন বিশ্বের ফকীহদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুন্ন রেখেই সঠিক সমস্যাবলী আলোচনা-পর্যালোচনা করতেন। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ইমাম কুদূরী এবং শায়খ আবূ হামেদ ইসফারাইনী শাফিয়ীর মাঝে সর্বদাই জ্ঞানভিত্তিক ও তাত্ত্বিক আলোচনা-পর্যালোচনা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হত; কিন্তু তাঁর মর্যাদার কদর করতেন।

কুদূরীর বৈশিষ্ট্য:

প্রায় একহাজার বছরের প্রাচীনতম গ্রন্থ হতে প্রায় ১২ হাজার প্রয়োজনীয় বাছাইকৃত মাসআলার সংকলন গ্রন্থ। গ্রন্থটির রচনাকাল থেকে আজ পর্যন্ত পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে।

অর্থাৎ এই সেই ‘আল-মুখতাসারুর কুদূরী’ যা কর্তৃক মহাজ্ঞানীরা বরকত ও কল্যাণ অর্জন করে থাকেন এবং এই কুদুরীর পাঠ কঠিন বিপদ সংকুল অবস্থার প্রাক্কালে মাহমারীর সময়ে পরীক্ষিত হয়েছে। তাশে কুবরাযাদা

 

মিসবাহে আনোয়ারে আইয়াদ গ্রন্থ প্রণেতা লিখেছেন- যে ব্যক্তি কুদূরী গ্রন্থটি স্মৃতিপটে রাখবে, সে দুর্ভিক্ষ হতে নিষ্কৃতি পাবে।

রচনাবলী:

ইমাম কুদূরী আলমুখতাসারুল কুদূরী ছাড়াও যেসব গ্রন্থাবলী রচনা করেন তা হলো-

১. তাজরীদ- এটি সাত খণ্ডে বিভক্ত। হানাফী ও শাফিয়ীদের মধ্যে যেসব মাসআলায় মতান্তর রয়েছে তার বিস্তারিত আলোচনা রয়েছে।

২. মাসাইলুল খিলাফ- এতে দলিল-প্রমাণসহ এমন সব মাসআলার উল্লেখ রয়েছে, যাতে ইমাম আবূ হানীফা ও তাঁর ছাত্রদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

৩. তাকরীব- এতে দলিলসহ মাসআলা সমূহের ‍উল্লেখ রয়েছে।

৪. শরহে মুখতাসারুল কারখী।

৫. শরহে আদাবুল কাযী।

কারামাত:

আল্লামা বদরুদ্দীন আইনী হিদায়ার ব্যাখ্যার কোন এক স্থানে উপস্থাপন করেছেন যে, গ্রন্থকার রচনা থেকে অবসর হয়ে হজ্জে যাওয়ার প্রাক্কালে গ্রন্থটি সাথে করেই নিয়ে গেলেন। কা’বা প্রদক্ষিণ শেষে আল্লাহর নিকট প্রার্থনা করলেন- প্রভু হে! যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে অবহিত করাও। পরবর্তী পর্যায়ে, এক এক পাতা করে উল্টিয়ে দেখলেন ৫/৬ স্থানে বিষয়বস্তু মোছানো অবস্থায় ছিল। এটি গ্রন্থটির কারামতেরই বহিঃপ্রকাশ।

ইন্তেকাল:

এই মহান সাধক দ্বীনের একনিষ্ঠ সেবক ৪২৮ হিঃ সনের ৫ই রজব রবিবার ৬৬ বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন এবং সেদিনই তাঁকে আবু বকর খাওয়ারেজমী হানাফীর পাশে সমাধিস্থ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে সমাসীন করুন। আমিন।।

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. আল মিসবাহহুন নুরী শরহে মুখতাসারুল কুদরী (১ম খণ্ড) – আল্লামা ইবনে কুদূরী

Download: 1.      Drive Link           ||

২. আল মিসবাহহুন নুরী শরহে মুখতাসারুল কুদরী (২য় খণ্ড) – আল্লামা ইবনে কুদূরী

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://bookhousebd.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com

ক্রেডিট
মুখতাসারুল কুদরী
Back to top button
error: Python Encryption !!!