জনপ্রিয় লেখক আল্লামা ইউসুফ ইসলাহীর জীবনচরিত

এবং রচিত গ্রন্থাবলী [PDF]

সূচনা:

আল্লামা ইউসুফ ইসলাহী (জন্ম: ১৯ জুলাই ১৯৩২) একজন জনপ্রিয় ইসলামী মূল্যবোধের লেখক। তিনি একজন ইসলামের পণ্ডিত, লেখক ও ধর্মীয় বক্তা। তিনি মার্কাজী মজলিস-ই-শুরা (সেন্ট্রাল অ্যাডভাইজরি কাউন্সিল) জামায়াতে ইসলামী হিন্দের শীর্ষস্থানীয় সিদ্ধান্ত গ্রহণ পরিষদের নেতৃস্থানীয় সদস্য। তিনি উত্তর আমেরিকার ইসলামিক সার্কেলের প্রধান পৃষ্ঠপোষক।

প্রাথমিক ও শিক্ষা জীবন:

তিনি তার প্রাথমিক শিক্ষা বারেলে পেয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে মাজহারুল উলুম, সাহারানপুর জেলা ও উচ্চশিক্ষা এবং মাদারসতুল-ইসলা, ফজলেত, সারাই মীর থেকে ইসলামিক স্টাডিজে শিক্ষিত ছিলেন। তিনি কুরআন মজীদ ও তাজউদ্দীন শিখেন। উচ্চ বিদ্যালয় পাস করার পর, তাঁর পিতা শাইখুল হাদিস মাওলানা আবদুল কাদেম খান তাকে সাহারানপুরের মাদ্রাসা মাজাহিরুল উলুমে পাঠিয়েছিলেন, পরে তিনি মাদারসতুল ইসলাম, সারাই মীর, আজমগড়ে যোগ দেন, তিনি মাওলানা আখতার আহসান ইসলামির নির্দেশে চার বছর অতিবাহিত করেন।

সাহিত্যচর্চা:

আল্লামা ইউসুফ ৩৫ বছর ধরে জনপ্রিয় উর্দু পত্রিকা জিকরা জেডেড সম্পাদনা করছেন। তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে ৬০ টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন এবং প্রকাশ করেছেন। এদের মধ্যে বিখ্যাত হলো আদাব ই জিন্দগী (ইসলামের জীবনবৃত্তান্ত), আসান ফিকহ (প্রতিদিনের ফিকহ), কুরআনী তালিমত, সূরা ইয়া ইয়াসীন, সূরা-ই-সফ, তাফহিমুল হাদীস, গুলদস্ত-ই-হাদীস, ইসলামী মুশাররা, হোসেন মুশত্র, দাই আজ আজম, রোশন সিটরে এবং অন্যান্য। তার অনেক বই ইংরেজি, হিন্দি, ফার্সি এবং অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়।

সাংগঠনিক কার্যক্রম:

২৫ বছর বয়সে তিনি জামায়াতে ইসলামীর হিন্দ সদস্য হন এবং বিভিন্ন মূল পদে নিযুক্ত হন। তিনি শেষ পাঁচটি পদে মার্কাজী মজলিস শুরা (কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য)।

তিনি অনেক শিক্ষা ও কল্যাণ সংস্থা পরিচালনা করছেন। তিনি জামায়াত সালেহাট, রামপুরের রেক্টর (প্রতিষ্ঠাতা: মাওলানা আবদুল হাই), মেয়েদের জন্য উচ্চতর আরবি এবং ইসলামিক শিক্ষার জন্য একটি অনন্য এবং সুপরিচিত প্রতিষ্ঠান।

তিনি উত্তর আমেরিকার ইসলামিক সার্কেলের প্রকল্প ওয়ুইআইসলামের প্রধান পৃষ্ঠপোষকও রয়েছেন।

মারকাজী দরসগাহে ইসলামী, রামপুর গত কয়েক বছর ধরে তাঁর নির্দেশনায় চলে। অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা ও কল্যাণমূলক প্রতিষ্ঠানও তাঁর কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে থাকে।

তিনি এর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতি বছর কয়েক মাস দাওয়াহর কাজে সময় ব্যয় করেন। এছাড়াও দাওয়াহর উদ্দেশ্যে জাপান অনেকবার পরিদর্শন করেছেন । তিনি অস্ট্রেলিয়ান মুসলমানদের জন্য ইসলামিক ফোরামের অনুরোধে ২০০৮ সালের এপ্রিলে প্রথম অস্ট্রেলিয়া সফর করেছিলেন, এবং তারপর থেকে তিনি প্রতিবছর মার্চ – এপ্রিল মাসে সফর করেছেন। সিডনি, মেলবোর্ন, পার্থ এবং ক্যানবেরা জুড়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি পারিবারিক শিবিরেও। এ উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান নেতা। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি।

ইন্তেকাল:

২১ ডিসেম্বর ২০২১ ঈসায়ী সনে ইসলামী আন্দোলনের এই প্রাণপুরুষ মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. আল কুরআনের শিক্ষা (১ম খণ্ড) – আল্লামা ইউসুফ ইসলাহী

Download: 1.      Drive Link           ||

২. আল কুরআনের শিক্ষা (২য় খণ্ড) – আল্লামা ইউসুফ ইসলাহী

Download: 1.      Drive Link            ||

৩. আসান ফেকাহ (১ম খণ্ড) – মাওলানা ইউসুফ ইসলাহি

Download: 1.      Drive Link            ||

৪. আসান ফেকাহ (২য় খণ্ড) – মাওলানা ইউসুফ ইসলাহি

Download: 1.      Drive Link           ||

৫. আদবে জিন্দেগী – আল্লামা ইউসুফ ইসলাহি

Download: 1.      Drive Link           ||

৬. আসান ফেকাহ সংকলিত – মাওলানা ইউসুফ ইসলাহি

Download: 1.      Drive Link           ||

৭. মাতা-পিতা ও সন্তানের অধিকার – আল্লামা ইউসুফ ইসলাহী

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://bookhousebd.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com

Back to top button
error: Python Encryption !!!