প্রখ্যাত সাহিত্যিক ড. মুহাম্মাদ আব্দুল মাবুদের জীবনালোচনা
ও রচনাবলী [পিডিএফ]

জন্ম:
বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র ১ জুন ১৯৫১ ঈসায়ী সনে বর্তমান যশোর জেলার আজমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্জ্ব মুহাম্মদ ইজ্জাতুল্লাহ এবং মাতা সাবেরা খাতুন।
শিক্ষাজীবন:
জন্মস্থান আজমপুরের পার্শ্ববর্তী গ্রাম দরগাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ৪র্থ শ্রেণী পাশ করে ১৯৫৮ সনে যশোর জেলার মনিরামপুর উপজেলার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান – ‘লাউড়ী- রামনগর সিনিয়ার মাদ্রাসা’য় ভর্তি হন।
সেখান থেকে ১৯৬৫ সনে দাখিল, ১৯৬৭ সনে আলিম ও ১৯৬৯ সনে ফাযিল পরীক্ষায় ১ম বিভাগে যথাক্রমে ১৫তম, ৮ম ও ১৪তম স্থান অধিকার এবং ১৯৭১ সনে তৎকালীন ফরিদপুর জেলার শিবচর থানায় অবস্থিত– ‘বাহাদুরপুর শরিয়াতিয়া আলীয়া মাদ্রাসা থেকে কামিল (হাদীছ) পরীক্ষায় ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন।
১৯৭২ সনে বৃহত্তর যশোর জেলার ‘মাগুরা কলেজ’ থেকে ১ম বিভাগে এইচ.এস.সি (মানবিক) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৪ ও ১৯৭৫ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে প্রথম শ্রেণীতে যথাক্রমে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রী অর্জন করেন।
১৯৭৮ সনে সৌদি আরব সরকারের বৃত্তি নিয়ে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হন এবং ১৯৮২ সনে উক্ত বিভাগ থেকে ১ম শ্রেনীতে ‘লিসান্স’ ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য যে, শিক্ষা জীবনের সকল স্তরে তিনি প্রথম শ্রেণীর মেধা বৃত্তি লাভ করেছেন।
কর্মজীবন:
১৯৮২ সনের ২৫ আগস্ট মক্কাস্থ আন্তর্জাতিক সংস্থা- ‘রাবিতা-ই-আলম আল-ইসলামী’ এর চাকরীতে যোগদান এবং উক্ত সংস্থার প্রতিনিধি হিসেবে ১৯৮২ সনের ২০ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সনের ১৬ এপ্রিল পর্যন্ত ঢাকাস্থ – ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার’-এ গবেষণা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এ সময় কালে ১৯৮৪ সনের ১৫ জানুয়ারী থেকে ১৯৮৫ সনের ১৪ জানুয়ারী পর্যন্ত এক বছর খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৫ সনের ১৬ এপ্রিল থেকে ১৯৮৭ সনের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মক্কাস্থ রাবিতা’র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে ভিজিটিং লেকচারার হিসাবে কর্মরত ছিলেন।
অতঃপর ১৯৮৭ সনের ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্ভিসে যোগদান করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সনের এপ্রিলে সহকারী অধ্যাপক, ১৯৯৯ সনের আগস্টে সহযোগী অধ্যাপক ও ২০০২ সনের জানুয়ারীতে অধ্যাপক হিসেবে পদন্নোতি লাভ করেন। ২০০৬ সনের মে মাস থেকে ২০০৯ সনের ৭ মে পর্যন্ত আরবী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে উক্ত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
সাহিত্যচর্চা:
প্রকাশিত মৌলিক গ্রন্থাবলি:
- আসহাবে রাসুলের জীবনকথা
- তাবি’ঈদের জীবনকথা
- সুন্নাতু রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
- রাসুলুল্লাহর (ﷺ) শিক্ষাদান পদ্ধতি
- আসহাবে রাসুলের কাব্য প্রতিভা
প্রকাশিত অনূদিত গ্রন্থবলি:
- আল্লাহর পথের সৈনিক (মিসরীয় আরবী উপন্যাস)
- রক্ত রঞ্জিত পথ (মিসরীয় আরবী উপন্যাস)
- অবাক পুরুষ (মিসরীয় আরবী উপন্যাস)
প্রকাশিত সম্পাদিত গ্রন্থাবলি:
- সুনান আবূ দাউদ (বাংলা অনুবাদ, ১ম খণ্ড)
- আরবী বাংলা অভিধান (দুই খণ্ড)
উপরে উল্লেখিত গ্রন্থাবলী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় স্বীকৃত দেশী-বিদেশী বিভিন্ন গবেষণাধর্মী জার্নালে আরবী ও বাংলা ভাষায় রচিত আরবী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ২৮ টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বাংলা ও আরবী ভাষায় বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও ভাষা- সাহিত্য বিষয়ে শতাধিক লেখা প্রকাশিত হয়েছে।
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
০০১. আসহাবে রাসূলের জীবনকথা (১-৬ খণ্ড) – ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
Download: 1. Drive Link ||
০০২. তাবি‘ঈদের জীবনকথা (১-৩ খণ্ড) – ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
Download: 1. Drive Link ||
১. আসহাবে রাসূলের কাব্য প্রতিভা – ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
Download: 1. Drive Link ||
২. খোলাফায়ে রাশেদীন – ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
Download: 1. Drive Link ||
৩. রাসূলুল্লাহর (ﷺ) শিক্ষাদান পদ্ধতি – ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
Download: 1. Drive Link ||
৪. সুন্নাতু রাসূলিল্লাহ (ﷺ) – ড. মুহাম্মদ আবদুল মাবুদ
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –