লেখক ড. মুহাম্মাদ রেজাউল করীম রচিত গ্রন্থাবলী
[PDF Download]

কিতাবের ক্যানভাসে
ইমাম ইবনে তাইমিয়্যাহ
৭২০ হিজরীতে ফতোয়া দেয়াকে কেন্দ্র করে ইমাম ইবনে তাইমিয়্যাকে একাধিকবার নজরবন্দী ও কারাবরণ করতে হয়েছে। সপ্তম অষ্টম হিজরি শতকে ইবনে তাইমিয়্যাহ ছিল একটি নিরবচ্ছিন্ন সংগ্রামের নাম।
তিনি সংগ্রাম করেন শিরক ও বিদআতের বিরুদ্ধে। তাঁর নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বরে অমিততেজে রাজশক্তির হৃদয়ও কেঁপে ওঠে। দূর্জনদের পরামর্শে পরাক্রান্ত রাজশক্তি তাঁকে লৌহ কপাটের অন্তরালে নিক্ষেপ করে। কারাগারে বসেও তিনি লেখনী চালাতে থাকেন অতি দ্রুত বেগে। তাঁর নির্জলা সত্যের প্রকাশে কারাপ্রাচীর বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বিরোধী পক্ষ হিংসার আগুনে তাঁকে পুড়িয়ে ছারখার করে ফেলতে চায়।
এবার রাজার হুকুমে তাঁর কাছ থেকে বইপত্র, খাতা-কলম, কালি-দোয়াত সব কিছুই ছিনিয়ে নেয়া হয়, তবুও তিনি দমেননি। ছেঁড়া টুকরো কাগজ জমা করে কয়লা দিয়ে তাতে লিখতে থাকেন। এভাবে সত্যের নির্ভীক সেনানী আমৃত্যু লড়ে যেতে থাকেন অসত্যের বিরুদ্ধে।
তাঁর সাতষট্টি বছরের জীবনকাল মিথ্যা ও বাতিল, অন্যায় ও অসত্যের ন্যক্কারজনক পরাজয়ের কাহিনী লিখে চলছে।
কুরআন ও সুন্নাহ হচ্ছে ইসলামের সত্য জ্ঞানের দু’টি মূল উৎস। ইমাম ইবনে তাইমিয়্যাহ ইসলামী জ্ঞানের সমস্ত শাখা-প্রশাখাকে আবার এই মূল উৎস দু’টির সাথে সংযুক্ত করে দিয়ে যান। এর জন্য তাঁর সমস্ত ইসলামী যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিকে ব্যবহার করেন।
এ পথে তিনি কোন দোর্দণ্ড প্রতাপ শাসক ও অসীম ক্ষমতাধর প্রতিপক্ষের রক্তচক্ষুকে একটুও আমল দেননি। সত্যের জন্য তাঁর এই অকুতোভয় সংগ্রাম ও সাধনা কিয়ামত পর্যন্ত এই মিল্লাতকে জীবনীশক্তি জোগাতে থাকবে। ইবনে তাইমিয়্যাহর মতো মনীষী তাই যেমন হাজার হাজার বছরে জন্মে না তেমনি হাজার বছরেও তাঁর মৃত্যু হয় না।
(…বিস্তারিত পড়ুন)
বই: দুঃসাহসিক অভিযাত্রা
লেখক: ড. মুহাম্মদ রেজাউল করীম
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. আল্লাহর সাহায্য নিকটবর্তী – ড. মুহাম্মদ রেজাউল করীম
Download: 1. Drive Link ||
২. ওয়ান ইলেভেন সংস্কারের রাজনীতি নয় রাজনীতির সংস্কার – ড. মুহাম্মদ রেজাউল করীম
Download: 1. Drive Link ||
৩. জাতীয় জীবনে মূল্যবোধের অবক্ষয় – ড. মুহাম্মদ রেজাউল করীম
Download: 1. Drive Link ||
৪. দুঃসাহসিক অভিযাত্রা – ড. মুহাম্মদ রেজাউল করীম
Download: 1. Drive Link ||
৫. বাংলাদেশ: গণতন্ত্র ও সার্বভৌমত্ব – ড. মুহাম্মদ রেজাউল করিম
Download: 1. Drive Link ||
৬. রাসুলুল্লাহর (ﷺ) শিক্ষানীতি – ড. মুহাম্মদ রেজাউল করীম
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –