লেখক ড. মুহাম্মাদ শফিউল আলম ভূঁইয়া রচিত গ্রন্থাবলী

[পিডিএফ]

কিতাবের ক্যানভাসে

 

বালক আবু সাঈদ (রা.) মাসজিদে নববীর নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। অল্প বয়সের কারণে বদর যুদ্ধে যোগ দিতে পারেননি। উহুদ যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৩ বছর। যুদ্ধের পূর্বে তিনি পিতার সাথে রাসূলুল্লাহর (ﷺ) নিকট যান। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করেন এবং এখনও যুদ্ধের বয়স হয়নি বলে ফিরিয়ে দেন।

আবু সাঈদের (রা.) পিতা বেশি সম্পদশালী ছিলেন না। তাই পিতার মৃত্যুর পর তিনি পর্বত সমান বিপদের সম্মুখীন হন। একদিন প্রচণ্ড ক্ষুধায় পেটে পাথর বেঁধে আছেন। এমতাবস্থায় তাঁর স্ত্রী তাঁকে বললেন, নবীর কাছে যাও, তাঁর কাছে কিছু চাও। অমুক এসে সাহায্য চেয়েছিল, তিনি তাকে দিয়েছেন।

আবু সাঈদ (রা.) বলেন, আমি যখন রাসূলুল্লাহর (ﷺ) নিকট গেলাম তখন তিনি ভাষণ দিচ্ছিলেন এবং বলছিলেন-  “যে ব্যক্তি কোন কিছু চাওয়া থেকে বিরত থাকবে, আল্লাহও তাঁকে চাওয়া থেকে বিরত রাখবেন। আর যে নিজেকে গানী বা ধনী মনে করে আল্লাহও তাঁকে চাওয়া থেকে বিরত রাখবেন। আর যে আমার কাছে কোন কিছু চাওয়া থেকে বিরত থাকে সে ঐ ব্যক্তির থেকেও আমার কাছে বেশি প্রিয় যে আমার কাছে চায়।”

‘একথা শুনে আর কিছু চাইলাম না। আমি বাড়ি ফিরে এলাম। অতঃপর মহান আল্লাহ আমাদের রিযিকে বরকত বা সমৃদ্ধি দান করতে লাগলেন। অবশেষে আনসারদের মধ্যে কোন বাড়ি আমাদের চেয়ে বেশি বিত্তশালী ছিল বলে আমার জানা ছিল না।’

(…বিস্তারিত পড়ুন)

 

বই: দারসুল হাদীস সিরিজ- ১ম খণ্ড

লেখক: ড. মুহাম্মদ শফিউল আলম ভূঁইয়া

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. দারসুল হাদীস সিরিজ– ১ম খণ্ড – ড. মোহাম্মাদ শফিউল আলম ভুঁইয়া

Download: 1.      Drive Link           ||

২. দারসুল হাদীস সিরিজ– ২য় খণ্ড – ড. মোহাম্মাদ শফিউল আলম ভুঁইয়া

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://bookhousebd.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com

Back to top button
error: Python Encryption !!!