কীর্তিমান সাহিত্যিক ও বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মিসবাহর (দা.বা.) জীবনালোচনা

এবং রচিত গ্রন্থাবলী [পিডিএফ]

প্রারম্ভিকা:

সাদামাটা চোখে দেখলে, স্বাভাবিকভাবে মনে করলে আর অন্য দশজন আলেমের সঙ্গে তাঁর কোনো পার্থক্য নেই। বরং লোকদেখানো কর্মকাণ্ডে তিনি অনেকের থেকে বেশ পিছিয়ে। কিন্তু একজন শাগরেদ, একজন ছাত্র, একজন ভক্ত, একজন গবেষক কিংবা শিক্ষানুরাগী সমাজ সচেতন মানুষের কাছে তিনি প্রবাদপুরুষ। সাহিত্যাঙ্গনে যিনি আদীব হুজুর নামেও লাভ করেছেন খ্যাতি।

প্রচলিত রাজনীতির মাঠে তিনি নেই। মাঠে-ময়দানে তাঁর মঞ্চ কাঁপানো ভাষণ আর হুংকার শোনা যায় না। কিন্তু গবেষণার জগতে, লিখনীর ময়দানে তিনি রাজ করে চলেছেন। সবচেয়ে বড় কথা, তিনি একটি স্বতন্ত্র শিক্ষা কারিকুলাম বা নেসাব জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছেন। তাঁর লিখিত পাঠ্যবই থেকে শুরু করে অন্যসব বই সর্বমহলে স্বীকৃত।

জন্ম:

আবু তাহের মিছবাহ ১৯৫৬ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা মিছবাহুল হক একজন দুনিয়াবিমুখ খোদাভীরু আলেম ছিলেন। মাতা সত্যিকারের নেককার ও সম্ভ্রান্ত মহিলা। দেশের বাড়ী কুমিল্লা জেলায়। পারিবারিকভাবে তাঁরা ঢাকায় বাস করতেন।

তালিবে ইলম:

মায়ের কাছেই হুযুর পড়াশোনা আরম্ভ করেন। ছোটবেলায় হুযুরের আম্মা হুযুরকে আরবীও পড়িয়েছেন। পরে ভর্তি হন জামেয়ে কোরআনিয়া লালবাগ মাদরাসায়। কুরআন হিফয করেন এখানেই। হাফেজ্জী হুযুর (রহ.) প্রতিষ্ঠিত নূরিয়া মাদরাসায় দরসে নিযামী পড়েন। একসময় আবার চলে আসেন লালবাগে। হিদায়া জামা‘আত  সম্পন্ন করে আপন উস্তায মাওলানা হেদায়াতুল্লাহ মুহাদ্দিছ ছাহেব হুযুরের নির্দেশে চলে যান জামিয়া পটিয়ায়। সেখানে ১৯৭৭ সালে দাওরাতুল হাদীস সমাপ্ত করেন।

মোয়াল্লিমে যোগদান:

হুযুরের শিক্ষক জীবনের যাত্রা শুরু হয় ঢাকা যাত্রাবাড়ী মাদরাসায়। পরে কিছুদিন মালিবাগ জামিয়ায় অধ্যাপনা শেষে হাফেজ্জী হুযুর (রহ.)-র নির্দেশে নূরিয়া মাদরাসায় আসেন এবং একাধারে ২৫ বছর শিক্ষকতা করেন।

১৯৯২ সালে নূরিয়া মাদরাসা ছেড়ে হুযুরের আব্বা ও হাফেজ্জী হুযুরের দু‘আয়  এবং পরমপ্রিয় উস্তায আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী (রহ.)-র নির্দেশ ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন মাদরাসাতুল মাদীনাহ্। সেখানে জন্ম হয় মাদানী নেসাবের

মাদানী নেসাবের প্রবর্তক:

স্বতন্ত্র একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তক মাওলানা আবু তাহের মিসবাহ নিজ প্রতিভা ও কর্মদীপ্ততায় উজ্জ্বল। এমন গুণী ও ব্যতিক্রমী মানুষ সমাজে কমই হয়। অনেক বোর্ড, অনেক নেতা, অনেক কমিটি, সাব-কমিটি যেটা পারেননি। মাওলানা আবু তাহের মিসবাহ সেটা নীরবে করে দেখিয়েছেন। এজন্য তার কোনো অহঙ্কার নেই, কোনো গর্ব নেই। কোনো পদ কিংবা স্বীকৃতিও তিনি চাননি। ইতিহাসে বরণীয় হয়ে থাকবেন, বাংলাদেশে দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও নির্দিষ্ট একটি কাঠামোতে রূপদানের জন্য।

সাংসারিক জীবন:

হাফেজ্জী হুযুরের বড়ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেবের কন্যাকে বিবাহ করেছেন। একছেলে দু’মেয়ের গর্বিত জনক তিনি। ছেলে মুহাম্মাদকে গড়ে তুলেছেন তাঁর স্বপ্ন পূরণের পরম সারথিরূপে। মুহাম্মাদ বিন মিছবাহ্ বর্তমানে বিবাহিত। বাবার সুসন্তান। উভয় মেয়েকে তুলে দিয়েছেন যোগ্য দু‘জন আলিমে দ্বীনের হাতে। বড়জামাই হাবীবুর রহমান মুনীরকে গড়ে তুলছেন জীবনসংগ্রামের সহযোদ্ধারূপে সেই ছোটবেলা থেকে।

জ্ঞান ও সাহিত্যচর্চা:

কর্মজীবনের শুরুতে আদীব হুযুর (মাওলানা আবু তাহের) বেশ কিছুদিন ইসলামিক ফাউন্ডেশনে কাজ করেছেন। জীবনের প্রথম অযীফা তিনি এখান থেকেই লাভ করেন। হুযুরের রচিত অধিকাংশ কিতাব প্রথমে মোহাম্মদী লাইব্রেরী হতে বের হয়। বর্তমানে তাঁর সমস্ত কিতাব নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কলম হতে প্রকাশ পায়।

নূরিয়ার শিক্ষক জীবনে হুযুর ইক্বরা নামে আরবী মাসিক বের করেন। যা পরবর্তীতে আল  কলম আরবী পত্রিকা নামে বের হয়। এছাড়া ১৯৯৯ সালে তাঁর হাতে জন্ম লাভ করে বাংলা আল  কলম পত্রিকা। যা পুষ্প ডাকনামে সাহিত্যের দিশারী হয়ে আজো পর্যন্ত নবীন ও কঁচিকাঁচাদের সাহিত্যচর্চার রাহনুমায়ী করছে।

মাসিক পুষ্প নিয়ে তো আলাদা রচনা ছাড়া কথা বলাই দুষ্কর। শুধু এতটুকই বাহুল্য যে, পুষ্পের সেই প্রেরণা থেকেই এখন মাদরাসা হতে বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকী বের হচ্ছে, তরুণ আলেমদের হাতে কলম উঠেছে!

লেখালেখির ক্ষেত্রেও মাওলানা আবু তাহের মিসবাহ গতানুগতিক ধারা অনুসরণ করেননি। পাঠ্যবই ছাড়া তিনি অনবদ্য কিছু গ্রন্থ রচনা করেছেন। তার অন্যতম সফরনামা হলো— বাইতুল্লাহর মুসাফির। এই বইয়ের আবেগমিশ্রিত গদ্য যেকোনো পাঠককে বিমোহিত করে। লেখকের প্রকাশিত অন্যান্য জনপ্রিয় বইগুলো হলো—

পাঠ্যবই:

  • এসো আরবী শিখি
  • এসো ছারফ শিখি
  • এসো নাহ্‌ব শিখি
  • এসো কোরআন শিখি
  • এসো ফিকহ শিখি
  • ইসলামকে জানতে হলে
  • এসো বালাগাত শিখি
  • এসো উর্দু শিখি
  • এসো তাফসির শিখি
  • আত তামরিন আল কিতাবী আলা তারেকু ইলাল আরাবীয়াহ

বাংলা সাহিত্য:

  • হজ্বের সফরনামা— বাইতুল্লাহর মুসাফির
  • এসো কলম মেরামত করি
  • বাইতুল্লাহর ছায়ায়
  • তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে
  • দরদী মালীর কথা শোনো
  • তালিবানে ইলমের রাহে মানযিল

আরবি সাহিত্য:

  • তাফসীরুল কুরআনিল কারীম

অনুবাদ সাহিত্য:

  • কবুল করুন আপনার আমানত (মূল: কালিম সিদ্দিকী)
  • তোমাকে ভালবাসি হে নবী (মূল: গুরুদত্ত সিং)
  • মুসলিম উম্মাহর পতনে : বিশ্বের কী ক্ষতি হলো? (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • তালিবে ইলমে জীবন পথের পাথেয় (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • কাসাসুন নাবিয়্যিন (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • সংগ্রামী সাধকদের ইতিহাস (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • আরকানে আরবাআ (মূল: আবুল হাসান আলী নদভী)
  • প্রাচ্যের উপহার (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • হযরত আলী (রা.) জীবন ও খিলাফত (মূল: আবুল হাসান আলী নদভী র.)
  • ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রা. (মূল: মুহাম্মাদ তাকি উসমানি)
  • আমার স্মৃতি কিছু সুখের, কিছু দুঃখের (মূল: মুহাম্মাদ তাকি উসমানি)
  • মাযহাব কী ও কেন? (মূল: মুহাম্মাদ তাকি উসমানি)
  • মাকামে ছাহাবা ও কারামাতে ছাহাবা (মূল: আশরাফ আলী থানভী র. ও মুহাম্মাদ শফি উসমানি র.)
  • দুহাল ইসলাম (ইসলামের দ্বিপ্রহর) (মূল: আহমাদ আমিন)

অভিধান:

  • আল মানার (বাংলা-আরবি)
  • আল মুজামুল ওয়াসিত (আরবি-বাংলা)

সম্পাদনা:

  • তাইসিরুল ফিকহিল মুয়াসসার
  • তাওবা ইস্‌তিগফারের হাকীকত
  • পুষ্পসমগ্র
  • আলহিদায়া
  • হায়াতে মুহাদ্দিস রহ.
  • হাদীছের আলো জীবনের পাথেয়

শিশু আকীদা সিরিজ (১০):

  • আল্লাহ
  • নবী ও রাসূল
  • আসমানী কিতাব
  • ফেরেশতা
  • প্রথম মানুষ
  • জান্নাত
  • জাহান্নাম
  • কিয়ামত
  • শেষ বিচার
  • মাটির ঘর

শিশু সীরাত সিরিজ (১০):

  • মক্কায় নবীজী
  • মদিনায় নবীজী
  • জিহাদের ময়দানে নবীজী
  • জিহাদের ময়দানে নবীজী
  • নবীজী এমন ছিলেন
  • নবীজী এমন ছিলেন
  • নবীজী তোমাদের ভালোবাসতেন
  • নবীজীর মোজেজা
  • নবীজী বলেছেন
  • অমুসলিমদের চোখে নবীজী

অনুপ্রেরণার বাতিঘর:

এভাবেই কর্মগুণে উজ্জ্বল আলোকবর্তিকা মাওলানা মিসবাহ ইতিহাসের এক মহাপরম্পরায় যুক্ত হয়েছেন মহান পূর্বসূরিদের কাতারে। সদা বিনয়ী এই মানুষটি চিন্তাগতভাবে লালন করেন শতাব্দীর শ্রেষ্ঠ মহাপুরুষ সাইয়্যেদ আবুল হাসান আলী নদবীকে (রহ.)। নিজ জীবনের কর্মযজ্ঞের প্রেরণাদাতা হিসেবে নদবীর (রহ.) কথাই উঠে এসেছে তাঁর কলমে। তাই তো আলী নদবীর চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে তিনি সদা ব্যাকুল।

পটিয়ায় অধ্যয়নকালীন তাঁর জীবনের আলোকবর্তিকারূপে আবির্ভূত হন আল্লামা সুলতান যাওক নাদাবী (দা.বা.)। আরবী ভাষার যা কিছু যাওক ও রুচি হুযুর লাভ করেছেন, তার শিকড় প্রোথিত হয় যাওক ছাহেব হুযুরের সান্নিধ্যেই।

জীবন নদীর বহতা স্রোতে শিক্ষকদের আদব রক্ষায় থেকেছেন সদা তৎপর; ফলস্বরূপ ভূষিত হয়েছেন যাওক ছাহেবের প্রিয় ছাত্রর অভিধায়। বরিত হয়েছেন উস্তাযদের মুখনিঃসৃত নানা প্রার্থনায়।

সময়ানুবর্তিতা ও সমাজ সংস্কারক:

সময় এবং সময়ের ভগ্নাংশবলীর হিফাযতে যত্নবান। মনোভাব লালন করে আসছেন জীবন বিনির্মাণের রাঙাপ্রভাত থেকেই। সূচনালগ্নেই পণ বেঁধেছেন সূচীবদ্ধ সুশৃঙ্খল জীবন গঠনের। এগিয়ে চলেছেন সংস্কারধর্মী অনির্বাণ মশাল হাতে।

আধুনিক ও সংস্কারবাদী ‘মুজাদ্দিদ’ বলে প্রথমেই ‘‘ভালোমন্দ’’ শুনেছিলেন অনেক পরিচিত ও অপরিচিত সজ্জন পুরুষদের কাছ থেকে। কটাক্ষের ঢেউ ধেয়ে চলেছে তখন থেকেই।

সমালোচনার সূতিকাগারে পরিণত হয়েছিলেন একদিন। থমকে যাননি। রুখে দাঁড়িয়েছেন তবুও। এগিয়ে গেছেন দরদী মালীর বেদনা নিয়ে ও ভালোবাসা ছড়িয়ে। শুধু এক নতুন ভোরের আশায়। একটি সুন্দর সকালের প্রতীক্ষায়।

সাফল্য ও নির্জনতা:

যারা কটাক্ষের অতিশয়তায় মুখ ফিরিয়েছিলেন তাদের অনেকেই তাঁকে সাদরে বরণ করে নিয়েছেন। সাফল্যের নিশান সবে উড়াতে শুরু করেছেন তিনি। মানযিল অনেক দূর। এখনো অনেকটা পথ বাকি। তাই তিনি থেমে নেই । অবিরাম চলেছেন ভবিষ্যতের দিকে।

সেই ত্যাগ-সাধনার ধোঁয়ায় সাফল্যের ছোঁয়া পেতে শুরু করেছে অনেকে। খ্যাতির আকাশে কখনও উড়েননি। তিনি চান না সেই আকাশে উড়তে। খ্যাতি দিয়ে মানুষ মাপা যায় না— তা তিনি জানেন ভালো করেই। তাই নির্জনতা তাঁর প্রিয় সঙ্গ। সেখানে বন্ধু কেবল কলম ও কালি। জ্ঞান ও কর্মরাই সেখানে সন্ধ্যাপ্রদীপ। তারাই সেই নিঃসঙ্গতাকে আলোয় আলোয় ভরিয়ে তোলে।

পরিশেষ:

তবু মহৎজনদের কর্ম, ত্যাগ ও অবদান চাপা পড়ে থাকে না। দিগন্তবিস্তৃত আলো ছড়ায় সূর্যের সারথি হয়ে। জগতজুড়ে খুশবু বিলায় গোলাপের আরশি হয়ে। তাঁর আলোয় দিগন্ত ছেয়ে যাবে উজ্জ্বল চাঁদোয়ায়। তাঁর কর্মসুবাস সৃষ্টিজুড়ে ছড়িয়ে পড়বে মায়াবী মুখরতায়।

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. আল তামরীন আল কিতাবী – মাওলানা আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

২. আল মানার (বাংলা-আরবী) অভিধান – মাওলানা আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৩. এসো আরবি শিখি – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৪. এসো কলম মেরামত করি – আবু তাহের মিছবাহ

Download: 1.      Drive Link           ||

৫. এসো কুরআন শিখি (১ম খণ্ড) – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৬. এসো কুরআন শিখি (২য় খণ্ড) – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৭. এসো কুরআন শিখি (৩য় খণ্ড) – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৮. এসো কুরআন শিখি (৪র্থ খণ্ড) – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

৯. এসো ছারফ শিখি – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

১০. এসো নাহু শিখি – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

১১. এসো ফিকাহ শিখি – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

১২. এসো বালাগাত শিখি – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

১৩. জীবন পথের পাথেয় – আবু তাহের মিসবাহ

Download: 1.      Drive Link           ||

১৪. তিন ফোঁটা চোখের পানি – আবু তাহের মিছবাহ

Download: 1.      Drive Link           ||

১৫. তোমাকে ভালবাসি হে নবী (ﷺ) – আবু তাহের মিছবাহ

Download: 1.      Drive Link           ||

১৬. দাম্পত্য জীবন: অজ্ঞতা ও পরিণাম – আবু তাহের মিছবাহ

Download: 1.      Drive Link           ||

১৭. বাইতুল্লাহর মুসাফির – আবু তাহের মেসবাহ

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://kitabghor.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com

ক্রেডিট
মুহাম্মাদ হাসিব
Back to top button
error: Python Encryption !!!