খ্যাতনামা দাঈ ও লেখক মাওলানা কালিম সিদ্দিকীর জীবনাচরন

ও রচিত গ্রন্থাবলি [পিডিএফ]

প্রারম্ভিকা:

হাজার হাজার মানুষ যে মহান ব্যক্তির হাত ধরে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন তিনি মাওলানা কালিম সিদ্দিকী। একজন নিভৃতচারী কর্মবীর। ইসলামের একনিষ্ঠ দাঈ। অসংখ্য দাঈদের প্রেরণার বাতিঘর। অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব!

জন্ম:

মাওলানা কালিম সিদ্দিকী ১৩৭৭ হিজরির ৯ রবিউল আউয়াল মোতাবেক ১৯৫৭ সালের ২৩ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার ফুলাত গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজ্বী মুহাম্মাদ আমিন একজন প্রসিদ্ধ জমিদার ও মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির (রহ.) মুরিদ ছিলেন। তাঁর মাতার নাম জুবাইদা খাতুন।

শিক্ষাজীবন:

তিনি রশিদ আহমদ গাঙ্গুহির প্রতিষ্ঠিত ফুলাতের মাদ্রাসা ফয়জুল ইসলামে প্রাথমিক পড়াশোনা করেন, যেটি বর্তমানে জামিয়া ইমাম ওয়ালি উল্লাহ। পঞ্চম শ্রেণিতে তিনি ৭ পারা কুরআন মুখস্থ করেন। প্যাক্ট ইন্টার কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মিরাট কলেজ থেকে বিএসসি সমাপ্ত করেন।

তারপর তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সারা ভারতে ৫৭ তম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি আবুল হাসান আলী নদভীর সংস্পর্শে আসেন এবং তাঁর মাধ্যমে ইসলামি বিষয়ে অধ্যয়নের জন্য দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হন। এমবিবিএসে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হন নি।

দাওয়াত তাবলীগের মেহনত:

৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি তাবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত হন। এ সম্পর্কে তিনি বলেন—

আমি যখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন ফুলাতে একটি আরবদের জামাত এসেছিল। সেই জামাতের আমির ছিলেন আফ্রিকা প্রবাসী একজন গুজরাটি। আমি তাঁর অনুমতিতে সেই জামাতে তিনদিন কাটাই। তারপর তাবলিগ জামাতের সাথে আমার স্বভাবের মিলের কারণেই জীবনের জন্য মিশে যাই।

তাঁর কাছে ইসলাম গ্রহণকারীদের অন্যতম বলবীর সিং। যিনি বাবরি মসজিদ ধ্বংসকারী প্রথম ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি তাঁর নাম রাখেন মুহাম্মাদ আমির। একটি মসজিদ ধ্বংসের বদলে তিনি প্রায় ১০০ টি মসজিদ নির্মাণ করেছিলেন।

শাইখদের সান্নিধ্যলাভ:

১৯৮০ সালে সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর (র.) সাথে রাজকীয় আমন্ত্রণে তিনি সৌদি আরবে হজ্জে গমন করেন। এই সময় মুজাফফর নগর জেলার ঝানঝানায় একটি ধর্মীয় পরিবারে তার বিবাহ সম্পন্ন হয়।

মিরাট কলেজে পড়ার সময় মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভির (র.) সাথে তার আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠে। এছাড়াও তিনি আবুল হাসান আলী নদভী (র.), ইরাকের আহমদ মুজতাবা আলাভী মালেকী (র.) ও মদিনার সালেহ হামুদী শাযালী (র.) তাকে খেলাফত প্রদান করেছেন।

সংগঠন ও সাহিত্যচর্চা:

উর্দু ভাষায় আরমুগান নামে একটি পত্রিকা সম্পাদনা করে থাকেন মাওলানা কালিম সিদ্দিকী। এছাড়া সর্বশান্তি নামে হিন্দিতে এবং আল খাইর নামে আরবিতে দুইটি পত্রিকা সম্পাদনা করে থাকেন। ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ সংগঠনের মাধ্যমে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

একাধারে তিনি তুখোড় বাগ্মী, দক্ষ সম্পাদক ও লেখক এবং অভিজ্ঞ শিক্ষক। তার সবচেয়ে জনপ্রিয় বই আপকি আমানত আপকি সেওয়া মে

তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে—

  • হামে হেদায়েত কেসে মিলি
  • দাওয়াতে দ্বীন : কুচ গলদ ফাহমিয়া কুচ হাকায়িক
  • হাদিয়া দাওয়াত
  • তোহফাহ দাওয়াত
  • দাওয়াত ফিকর ওয়া আমল
  • আরমুগানে দাওয়াত
  • উসওয়া নবিয়ে রহমত আওর হামারি জিন্দেগী
  • রফিক বানো ফারিক নেহি
  • হার মার্জ কি দাওয়া হায় সাল্লি আলা মুহাম্মাদ (ﷺ)
  • দ্বীনি মাদারিস আওর হামারি জিম্মেদারিয়া
  • নাসিম হিদায়ত কে জোকে ইত্যাদি।

মাদরাসা প্রতিষ্ঠা ও দাওয়াতী কার্যক্রম:

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মাওলানা নিজ গ্রাম ফুলাতে একটি মাদরাসা পরিচালনা করেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদি কোর্সের আয়োজন করেন দায়ীদের প্রশিক্ষণ দেয়ার জন্য।

জামইয়্যাতি ইমাম ওয়ালীউল্লাহ ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এটি একটি দাওয়াতি সংগঠন। বিভিন্ন দাতব্য কার্যক্রমও এ সংঘের আওতায় পরিচালিত হয়। ভারতজুড়ে অসংখ্য মাদরাসা ও স্কুল পরিচালনা করে থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন প্রাদেশিক শহরে আছে কেন্দ্রীয় অফিস। মহান আল্লাহ দ্বীনের এই ছাচ্চা দাঈকে দাওয়াতি কার্যক্রম সহীহ ও বাঁধাহীনভাবে পরিচালনা করার তাওফিক দান করুন। আমীন।।

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. আপনার সমীপে আপনার আমানত – মাওলানা মুহাম্মাদ কালিম সিদ্দিকী

Download: 1.      Drive Link           ||

২. আলোর পথে:  ভারতীয় নওমুসলিমদের ঈমানজাগানিয়া সাক্ষাৎকার – মাওলানা মুহাম্মাদ কালিম সিদ্দিকী

Download: 1.      Drive Link            ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://kitabghor.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com

Back to top button
error: Python Encryption !!!