প্রখ্যাত ইসলামি পণ্ডিত ও আইনবিদ মাওলানা মুহাম্মাদ তাকী আমিনীর (রহ.) জীবনী
ও গ্রন্থাবলী [পিডিএফ]

জন্ম ও শিক্ষাজীবন:
মাওলানা মুহম্মাদ তাকি আমিনী ৫ মে ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের (বর্তমানে উত্তর প্রদেশ) সুবেহায় জন্মগ্রহণ করেন। তিনি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং পরে কানপুরের জামিউল উলুমে যান। তিনি দিল্লির মাদ্রাসা আমিনিয়ায় কেফায়াতুল্লাহ দেহলভীর অধীনে দরসে নিজামী পড়াশোনা শেষ করেন।
কর্মজীবন:
তিনি মাদ্রাসা সুবহানিয়া দিল্লি, কানপুরের নাদওয়াতুল উলামা ও জমিউল-উলুমে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৫০ সালে নাগপুরে পাড়ি জমান, সেখানে তিনি মাদ্রাসা সানুভিয়া ও উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬ বছর যাবৎ অধ্যাপনা করেন এবং তারপরে ১৯৫৬ সালে দারুল উলুম মুনিয়ায় শিক্ষকতা করার জন্য তিনি আজমিরে চলে যান। সেখানে তিনি প্রিন্সিপাল এবং শায়খুল হাদিসের দায়িত্ব লাভ করেন। দারুল উলুম মুইনিয়ায় তাঁর কর্মজীবন প্রায় সাত বছর স্থায়ী হয়েছিল এবং তিনি মূলত হাদীস বিজ্ঞান পড়াতেন।
মুহাম্মাদ তাকি আমিনী একজন ভারতীয় সুন্নি ইসলামী পণ্ডিত, আইনবিদ, উর্দু লেখক এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন ছিলেন। তিনি ইসলামী আইনশাস্ত্র সম্পর্কিত কাজকর্মের জন্য পরিচিত ছিলেন এবং তার ফিকহ ইসলামী কা তারাখি পাস মনজার বইটি ইসলামী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় বই।
সাঈদ আহমদ আকবরবাদীর অনুরোধে তিন ১৯৬৪ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) সুন্নি ধর্মতত্ত্ব বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হয়েছিলেন। তত্ত্ববিজ্ঞান অনুষদের ডিন এবং ১৯৮৬ সাল পর্যন্ত এএমইউ-এর দায়িত্বে ছিলেন। তবে এএমইউর উপাচার্য সাইয়্যেদ হাশিম আলী তার পদটির মেয়াদ ১৯৮৯ সাল পর্যন্ত বাড়িয়েছিলেন।
মাওলানা তাকী আমিনী আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত একটি আইনশাসন পরিষদ মজলিস তাহকীকাত–শরীয়াহর সদস্য ছিলেন। এএমইউতে জাভেদ আহসান ফালাহী মাওলানা মুহাম্মাদ তাকী আমিনী: জীবন ও অবদানের শীর্ষক একটি ডক্টরাল থিসিস লিখেছিলেন।
সাহিত্যচর্চা:
মাওলানা তাকী আমিনীর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে—
- আহকাম–এ–শরিয়া মে হালাত–ও–জামানা কি রিয়াত
- ফিকহ–এ–ইসলামী কা তরীখী পাশ–ই–মনজার
- হাদিস কা দিরায়তি মেয়ার
- ইজতেহাদ কা তরীখি পাস–ই–মনজার
- ইসলাম কা জার‘ই নিজাম
- লা–মাজহাবী দৌর কা তরীখি পাস–ই–মনজার
- মুরসালাত: ইলমি ওয়া দীনি
- তাহজিব কি তাশকিল–ই–জাবেদ
- কাইনাত মে ইনসান কা মাকাম
- সংস্কৃতি ও ইসলাম পুনর্গঠন
- হিকমতুল কুরআন
ইন্তেকাল:
মাওলানা মুহাম্মাদ তাকী আমিনী ১৯৯১ সালের ২১ জানুয়ারি আলীগড়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আ’য়লামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।।
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. ইসলামী ফিকহের ঐতিহাসিক পটভূমি – মাওলানা মুহাম্মাদ তাকী আমিনী
Download: 1. Drive Link ||
২. ইসলামী ফিকহের পটভূমি ও বিন্যাস – মুহাম্মাদ তাকী আমিনী
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –
- https://rokomari.com
- https://boibazar.com
- https://kitabghor.com
- https://wafilife.com
- https://ruhamashop.com