শায়খ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল রচিত গ্রন্থাবলী
ও পিডিএফ ডাউনলোড

কিতাবের ক্যানভাসে
আল্লাহর অস্তিত্ব
আল্লাহকে অস্বীকার করার পিছনে নাস্তিকদের প্রধান যুক্তিগুলো নিম্নরূপ:
১. যা দেখিনা তা মানি না।
২. যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না তা বিশ্বাস করি না।
৩. আল্লাহকে মানলে তার দেয়া ধর্মকে মানতে হবে, যার অনেক কিছুই অবৈজ্ঞানিক।
৪. যতদিন জীবনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া সম্ভবপর হয়নি ততদিন মানুষ অসহায় মনকে বুঝ দেয়ার জন্য অগত্যা এক কল্পিত খোদাকে মেনেছে। বর্তমানে বৈজ্ঞানিক যুগে আর তা মানার কোন প্রয়োজন নেই।
আচ্ছা যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি তাই হয়, তাহলে এ বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা কে? এর পরিচালক ও নিয়ন্ত্রক কে? হয়তো তারা বলবেন:
১. এ সকল আকষ্মিকভাবে সৃষ্ট হয়েছে।
২. বা সকলে নিজেই নিজেই সৃষ্টি করেছে।
৩. বা প্রাকৃতিকভাবেই সবকিছু চলছে। এর কোন পরিচালক বা নিয়ন্ত্রক নেই।
আমাদের বিশ্বাস তারা বাস্তব ও যুক্তিকে শ্রদ্ধাভরে সাদরে গ্রহণ করবেন এবং এর বিপরীত হলে প্রত্যাখ্যান করবেন।
তাহলে আসুন! তাদের যুক্তি ও থিওরীগুলো বাস্তবতা ও যুক্তির কষ্টিপাথরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাক।
প্রথম যুক্তির খণ্ডন:
যার অস্তিত্ব আছে তার সবই কি চোখ দ্বারা দেখেন? এখন এই বিজ্ঞান ও দর্শনের চরম উন্নতির যুগে এটা কোন যুক্তিই নয় যে. যা বিশ্বাস করি তার সবকিছুই চোখ দ্বারা দেখা লাগবে। প্রকৃতপক্ষে অনেক কিছুই না দেখেও তো বিশ্বাস করেন। যেমন:
১. বাতাস দেখেন কি? তা গায়ে অনুভব করেই তো বিশ্বাস করেন?
২. অক্সিজেন না দেখেও তার গুণাগুণ উপলব্ধি করে বিশ্বাস করেন।
৩. মধ্যাকর্ষণ শক্তি দেখেন কি? তারপরেও বিশ্বাস করেন।
৪. বেতারে কথা শুনে এবং টিভি দেখে ইথারকে বিশ্বাস করেন।
৫. চোখ দিয়ে না দেখেও কাজ দেখে বৈদ্যুতিক শক্তিকে বিশ্বাস করেন।
৬. চোখের সাহায্যে দেখে দৃষ্টি শক্তিকে না দেখেই বিশ্বাস করেন।
৭. কান দিয়ে শুনে শ্রবণ শক্তিকে না দেখেই বিশ্বাস করেন।
এভাবে হাজারও জিনিসের কাজ দেখে তার সত্ত্বা ও শক্তিকে বিশ্বাস করি। কাজেই এসব বিশ্বাস যখন করতে পারি তখন কি শুধু আল্লাহকেই তাঁর কাজ দেখে বিশ্বাস করা যাবে না? তাঁকে কি দেখাই লাগবে? অথচ তাঁর সমস্ত সৃষ্টি জগতই তাঁর অস্তিত্বের অকাট্য প্রমাণ হিসাবে বিদ্যমান রয়েছে।
আমরা আল্লাহ তা‘আলাকে বিশ্বাস করি তাঁর নবী-রসূলগণের সাক্ষ্য থেকে। এ বিশ্বাস কি আমাদের জন্যে অযৌক্তিক ? যদি তাই হয়, তবে:
১. একজন বিচারক সাক্ষীর কথা শুনে না দেখেও একজন মানুষকে ফাঁসি দেন কি করে?
২. একজন সন্তান তার বাবাকে না দেখেও মায়ের সাক্ষ্যতে কি করে তার বাবা কে তা বিশ্বাস করে?
৩. একজনের সাক্ষ্য দ্বারা পৃথিবীর ভৌগলিক বিশেষ বিশেষ স্থানগুলো চোখে না দেখেও কিভাবে বিশ্বাস করেন?
এসব যদি সাক্ষীর সাক্ষ্য থেকে বিশ্বাস করতে পারেন তাহলে নবী-রাসূলগণের সাক্ষ্য থেকে আল্লাহকে কি বিশ্বাস করা যাবে না? এখানে নিরপেক্ষ বিবেক কি বলে? বিবেক বিশ্বাসই করতে বলে। এরপরেও যদি কেউ বিশ্বাস না করে, তাহলে হয় সে তার বিবেকের সঙ্গে দারুণভাবে দুশমনি করে অথবা নিরপেক্ষ বিবেক তার মধ্যে অনুপস্থিত ধরে নিতে হবে।
.. (বিস্তারিত পড়ুন)
বই: সত্যের ডাক
লেখক: শায়খ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে? – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
২. আশুরা ও কারবালা – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৩. কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৪. কুরআন শিক্ষার সহজ পদ্ধতি – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৫. নফসের গোলামী ও মুক্তির উপায় – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৬. নারীদের পবিত্রতার জরুরি বিধান – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৭. বদনজর জাদু ও জ্বীনের কুরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
৮. যাকাত: সংক্ষিপ্ত আহকাম – সাইফুদ্দীন বেলাল মাদানী
Download: 1. Drive Link ||
৯. শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার পদ্ধতি – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
১০. সত্যের ডাক – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
১১. সীরাতুল হাবীব – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –
- https://rokomari.com
- https://boibazar.com
- https://bookhousebd.com
- https://wafilife.com
- https://ruhamashop.com