নন্দিত সাহিত্যিক আনোয়ার হোসেন লালন রচিত গ্রন্থাবলী

[PDF Download]

কিতাবের ক্যানভাসে

 

ফেকাল্টি তে বসে কম্পিউটার গ্রাফিক্স এ একটা ডিজাইন করছে তাসনিম। শায়লা এক প্রকার দৌড়ে এলো তার দিকে, হা পিত্যেশে প্রাণের মানুষটির উপর ঝাঁপিয়ে পড়তে চাইলো সে- তুমি পালিয়ে যাও, তাসনিম। ওরা তোমাকে মেরে ফেলবে !

তাসনিম যেন কিছুই বুঝে উঠতে পারল না। ক্লোজ ম্যানুতে ক্লিক করে দক্ষ সৈনিকের মতো দাঁড়িয়ে পড়লো ঝটপট। প্রিয়ার চোখে চেয়ে বিস্ময় ঝেড়ে বললো- কারা আমাকে মেরে ফেলবে! আর কেনোইবা মেরে ফেলবে! আমিতো কোনো অন্যায় করিনি। শায়লা কালো এক্স ফাইল বুকের কাছে আরো জোরে চেপে ধরে বলল তুমি ইসলামপন্থী। ইসলামবিরোধী চক্রের চোখে এটাই তোমার অপরাধ। আজ ওরা ইসলামী নেতৃত্ব শেষ করার অপারেশনে নেমেছে। এখন ওরা হায়েনার মতো ক্ষেপেছে। ] টুপিওয়ালা, দাড়িওয়ালা যাকে পাচ্ছে, তাকেই জঘন্য কামড় বসিয়ে দিচ্ছে। ওরা তোমাকেও খুঁজে ফিরছে। তুমি পালিয়ে যাও জীবন, পালিয়ে যাও..

তাসনিম বাহুতে ঝাড়া দিয়ে সিংহের মতো গর্জে উঠল-  নাহ্ !, অন্যায়ের কাছে মাথা নত করে এই এলাকা ছেড়ে আমি পালিয়ে যাব না। বরং আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবো। অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রাম করব, গুড়িয়ে দেবো মিথ্যের ভিত। আমি  সত্যের জন্য যুদ্ধ করব, শায়লা। আমি আল্লাহর নামে জিহাদ করবো।

শায়লা আচমকা কেমন কেঁপে উঠলো। বোরকার নেকাব টিক করতে করতে বললো- কিন্তু তাসনিম, তুমি বুঝতে চেষ্টা করো, এই মুহূর্তেই তুমি ওদের সঙ্গে পেরে উঠবে না, ওরা দলে ভারি, ওদের অনেক অস্ত্র, ওরা বড় পাষাণ, তোমাকে ওরা কোরবানির পশুর মতো জবাই করে ফেলবে। আমি তোমাকে হারাতে পারবো না, তাসনিম, আল্লাহর কসম তুমি পালিয়ে যাও।

– শায়লা !

হ্যাঁ, প্রাণটি আমার।  জলদি যাও, ওরা এসে পড়বে এদিকে।

[বিস্তারিত পড়ুন]

 

বই: সীমান্ত খুলে দাও

লেখক: আনোয়ার হোসেন লালন

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

১. আধুনিক রূপকথা – আনোয়ার হোসেন লালন

Download: 1.    Drive Link          ||

২ . সীমান্ত খুলে দাও – আনোয়ার হোসেন লালন

Download: 1.    Drive Link          ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://bookhousebd.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com
প্ল্যাটফর্ম
সীমান্ত খুলে দাও
Back to top button
error: Python Encryption !!!