বিশিষ্ট লেখক প্রফেসর ড. আহমদ আলীর জীবনী
ও রচিত গ্রন্থাবলী [পিডিএফ]

জন্ম:
প্রফেসর ড. আহমদ আলী দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী ফযল করিম এবং মাতার নাম সারা খাতুন। তিনি আরেক বিখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আ. ফ. ম. খালিদ হোসেনের ভগ্নিপতি।
শিক্ষা ও কর্মজীবন:
প্রফেসর ড. আহমদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৯ সালে অনার্সে ফাস্ট ক্লাস ফাস্ট, ১৯৯০ সালে মাস্টার্সে ফাস্ট ক্লাস ফাস্ট ও ২০০২ সালে পিএইচডি করে কৃতিত্ব অর্জন করেন। একই সাথে বাংলাদেশের অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া আলিয়া মাদরাসা হতে ১৯৮৭ সালে কামিল পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেন। তিনি ২০০৭ সালে কিং সাউদ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেছেন।
ছাত্রজীবন থেকেই তীক্ষ্ণ মেধার অধিকারী একজন আদর্শ শিক্ষক হিসেবে পেশাগত জীবনে বিশেষ খ্যাতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সহজ-সরল, স্বল্পভাষী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সফল চেয়ারম্যান ড. আহমদ আলী পেশাগত জীবন শুরু করেন বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসার শিক্ষকতার মধ্য দিয়ে। তিনি এই দ্বীনী প্রতিষ্ঠানে ১৯৯৪ সাল হতে ১৯৯৬ পর্যন্ত মুহাদ্দিস ও উপাধ্যক্ষ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েও প্রাধান্য দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকতাকে। তাই একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে যোগদানের সুপারিশ প্রাপ্ত হয়ে মার্চ ১৯৯৬ সাল হতে মার্চ ১৯৯৯ সাল পর্যন্ত সেখানেই যুক্ত হন। তিনি ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক পদে এবং ২০০৩ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৮ সালে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে বর্তমান পর্যন্ত কর্মরত আছেন।
তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর পদে এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়া মাদরাসায় মুহাদ্দিস পদে বেসরকারিভাবে পার্ট টাইম কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করেন।
জ্ঞান ও সাহিত্যচর্চা:
ড. আহমদ আলী তাঁর সমসাময়িক ও সমপর্যায়ের অন্যান্যদের চেয়ে খুব কম আলোচিত একটি নাম। এর একটি কারণ হতে পারে, প্রচারের প্রতি তাঁর সচেতন অনাগ্রহ। আরেকটি কারণ, মানহাজগত কোনো দৃশ্যমান ব্যানারে তাঁর অনুপস্থিতি। রাজধানীর বাইরে অবস্থান, মিডিয়াবিমুখতা ও গণআলোচক না হওয়াও এর অন্যতম কারণ। যাহোক, ড. আহমদ আলীর রচনাবলি, ইলমি দক্ষতা আর ভারসাম্যপূর্ণ মতামতই তাকে বাংলাভাষার শীর্ষস্থানীয় গবেষক হিসেবে দীর্ঘসময় প্রাসঙ্গিক করে রাখবে।
ড. আলীর রচনাবলির মধ্যে প্রধান বলা যায়- তুলনামূলক ফিকহ। সাত শতাধিক পৃষ্ঠায় রচিত এ গবেষণাগ্রন্থটি বাংলাভাষায় ফিকহুল মুকারান চর্চার একটি সূচনাগত মাইলফলক হিসেবে বিবেচিত। প্রথাগত মাদরাসা শিক্ষায় সাধারণত আমাদের এখানে মূলত হানাফি ফিকহ পাঠ্য, তা স্বাভাবিকও।
সম্প্রতি ইসলাম শিক্ষায় বিশ্বব্যাপী তুলনামূলক ফিকহচর্চা জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিকাশমান। তারই অংশ হিসেবে দেশের বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগসমূহে ফিকহুল মুকারান কোর্স হিসেবে সংযোজিত। কিন্তু বাংলায় এ বিষয়ক গ্রন্থাদি অপ্রতুল। ড. আহমদ আলী সে প্রয়োজন পূরণে এগিয়ে এসেছেন। তাঁর রচিত তুলনামূলক ফিকহ এক্ষেত্রে একটি চমৎকার সূচনা।
তাঁর তত্ত্বীয় বইসমূহের মধ্যে আছে-
- মুসলিম লিপিকলা : উৎপত্তি ও ক্রমবিকাশ
- বিদআত (১-৪ খণ্ড)
- ইসলামের শাস্তি আইন
- ইসমাতুল আম্বিয়া
- গণতন্ত্র : ইসলামি দৃষ্টিকোণ
- সার্বভৌমত্ব : ইসলামি দৃষ্টিকোণ ইত্যাদি।
ব্যবহারিক বিষয়াদি নিয়ে গ্রন্থ-
- ইসলামের দৃষ্টিতে পোশাক পর্দা ও সাজসজ্জা
- ইসলামে বাসস্থানের অধিকার ও নিরাপত্তা
- তাযকিয়াতুন নাফস ইত্যাদি।
আরবি সাহিত্যের ছাত্রদের জন্য লিখেছেন- ‘আধুনিক আরবি কাব্য সাহিত্যের ইতিহাস’। ‘খলীফাতুর রাসূল আবূ বাকর আস সিদ্দিক (রা.)’— ড. আহমদ আলীর অনন্য কীর্তি। হাজারোধিক রেফারেন্স সমৃদ্ধ আবু বকর রা.-এর এ জীবনীগ্রন্থ এ বিষয়ে একটি আঁকর। বিশুদ্ধতর বয়ান, ভাষার প্রাঞ্জলতা আর পূর্ণাঙ্গ বিবরণ মূল্যবান এ গ্রন্থকে দিয়েছে অনন্যতা।
সম্প্রতি ড. আহমদ আলী তাফসির লেখার কাজে মনোনিবেশ করেছেন। পরীক্ষামূলকভাবে প্রকাশিত হয়েছে সূরা ফাতিহার তাফসির যুবদাতুল বায়ান ফি ঈদাহি উম্মিল কুরআন। যুবদাতুল বায়ান শিরোনামে পূর্ণাঙ্গ তাফসির রচনা তাঁর বর্তমান ব্যস্ততার অনেকখানি জুড়ে।
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. আবু বাকর আছছিদ্দিক (রা.) এর জীবনী – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
২. ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
৩. ইসলামের আলোকে বাসস্থানের অধিকার ও নিরাপত্তা – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
৪. ইসলামের শাস্তি আইন – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
৫. খালিফাতু রাসুলিল্লাহ আবু বাকর আছছিদ্দিক রা. – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
৬. তাযকিয়াতুন নাফস – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
৭. সার্বভৌমত্ব ইসলামি দৃষ্টিকোণ – ড. আহমদ আলী
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –