কীর্তিমান কবি ও সাহিত্যিক মোশাররফ হোসেন খান -এর জীবনালেখ্য

ও রচিত গ্রন্থাবলী [পিডিএফ]

প্রারম্ভিকা:

আশির দশকের অনেক কবির মধ্যে কয়েকজন তাদের প্রতিভার ঔজ্জ্বল্য নিয়ে পাঠকের দৃষ্টিকে বিশেষভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন, তাদের একজন হলেন মোশাররফ হোসেন খান। সাহিত্যের বিচিত্র অলি-গলিতে স্বনামে-বেনামে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। অবশ্য সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিচরণ হলেও প্রধানত কবি হিসাবে তাঁর সমধিক পরিচিতি।

জন্ম ব্যক্তিজীবন:

মোশাররফ হোসেনের জন্ম ২৪ আগস্ট ১৯৫৭, যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বাঁকড়া গ্রামে। পিতা- ডা. এম. এ. ওয়াজেদ খান, মাতা- বেগম কুলসুম ওয়াজেদ। প্রথমে মাদ্রাসায় এবং পরে সাধারণ শিক্ষায় স্নাতক ডিগ্রিধারী মোশাররফ হোসেন আজীবন লেখালেখি ও সাংবাদিকতাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। ১৯৮৭ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে একপুত্র ও দু’কন্যা সন্তানের জনক।

কর্মজীবন:

মোশাররফ হোসেন লেখালেখির পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকা সম্পাদনার কাজে নিয়োজিত ও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি যেসব পত্র-পত্রিকা সম্পাদনা ও সাহিত্য-সংস্কৃতিকর্মের সাথে জড়িত ছিলেন, তার একটি তালিকা প্রদত্ত হলো-

১. সহকারী  সাহিত্য সম্পাদক, নবীনের মাহফিলের পরিচালক, সাপ্তাহিক মুজাহিদ, যশোর [১৯৭৮-১৯৮৫], ২. সহকারী সম্পাদক, ১৯৮৫-ডিসেম্বর, দৈনিক স্ফুলিঙ্গ, যশোর, ৩. ইন্সট্রাক্টর, বাংলা বিভাগ, বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট, যশোর [১৯৭৮-১৯৮৫], ৮. দাবানল ও প্রস্তুতি সম্পাদনা, ১৯৮৪, যশোর, ৫. সম্পাদক, মাসিক আল-ইত্তেহাদ, ঢাকা, ১৯৮৬, ৬. সম্পাদক, মাসিক উম্মাহ ডাইজেস্ট, ঢাকা, ১৯৮৬-১৯৮৭, ৭. সহকারী ব্যবস্থাপক, কর্পোরেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি: ১৯৮৭-১৯৯০, ৮. সম্পাদক, সৃজন প্রকাশনী লিমিটেড, ঢাকা; ১৯৯১-১৯৯২, ৯. ব্যবস্থাপক, মাসিক পৃথিবী ১৯৯২-২০০৪, ১০. উপসম্পাদকীয় কলাম লেখা, [আবু জিবরান ছদ্মনামে], দৈনিক সংগ্রাম, ১৯৯৩-১৯৯৪, ১১. পালাবদলের হাওয়া-সাহিত্য কলাম লেখা, [কায়েস মাহমুদ ছদ্মনামে], দৈনিক সংগ্রাম সাহিত্য বিভাগ; ১৯৯৩-২০০৩, ১২. উপদেষ্টা সম্পাদক, মাসিক নতুন কিশোরকণ্ঠ ১৯৯০-২০০৮, ১৩. সম্পাদক, মাসিক নতুন কলম ২০০৫ থেকে, ১৪. সম্পাদক, মাসিক নতুন কিশোরকণ্ঠ ২০০৯ থেকে, ১৫. উপদেষ্টা সম্পাদক, আবহ ২০০৭ থেকে- ২০১২।

মোশাররফ হোসেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রকাশিত গ্রন্থাবলী:

কবিতা :

১. হৃদয় দিয়ে আগুন [১৯৮৬], ২. নেচে ওঠা সমুদ্র [১৯৮৭] , ৩. আরাধ্য অরণ্যে [১৯৯০], ৪. বিরল বাতাসের টানে [১৯৯১], ৫. পাথরে পারদ জ্বলে [১৯৯৫], ৬. ক্রীতদাসের চোখ [১৯৯৭], ৭. নতুনের কবিতা [২০০০], ৮. বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা [২০০২], ৯. দাহন বেলায় [২০০২], ১০. কবিতাসমগ্র [২০০৩], ১১. সবুজ পৃথিবীর কম্পন [২০০৬], ১২. পিতার পাঠশালা [২০০৯], ১৩. স্বপ্নের সানুদেশ [২০০৯], ১৪. আমার ছড়া [২০০৫], কিশোর কবিতাসমগ্র।

গল্প :

১৫. প্রচ্ছন্ন মানবী [১৯৯০], ১৬. সময় ও সাম্পান [১৯৯৪], ১৭. ডুবসাঁতার [২০০১], ১৮. জীবনস্রোত [যন্ত্রস্থ], নির্বাচিত শ্রেষ্ঠ গল্প [যন্ত্রস্থ]।

প্রবন্ধ :

১৯. বাংলা সাহিত্যে পালাবদলের হাওয়া, ২০. বাংলা সাহিত্যে মুসলিম প্রতিভা, ২১. বাংলাদেশের শিশুসাহিত্য [২০০৪], ২২. কবিতার কাজ কাজের কবিতা।

শিশুসাহিত্য :

২৩. সাহসী মানুষের গল্প, প্রথম খণ্ড [১৯৯৪], ২৪. ঐ দ্বিতীয় খণ্ড [১৯৯৯], ২৫. ঐ তৃতীয় খণ্ড [২০০২], ২৬. ঐ চতুর্থ খণ্ড [২০১০], ২৭. ঐ পঞ্চম খণ্ড [জুন, ২০১৬] ২৮. রহস্যের চাদর, [১৯৯৯], ২৯. অবাক সেনাপতি, [১৯৯৯], ৩০. দূর সাগরের ডাক, [২০০২], ৩১. কিশোর কমাণ্ডার, [২০০৫], ৩২. ছড়ির তরবারি, [২০০৪], ৩৩. কিশোর গল্প-১, [২০০৪], ৩৪. কিশোর গল্প-২, [২০০৪], ৩৫. জীবন জাগার গল্প, [১৯৯৯], ৩৬. সুবাসিত শীতল হাওয়া, [২০০৯], ৩৭. আগুন নদীতে সাঁতার, [২০০৯], ৩৮. অবাক করা আলোর পরশ [২০০৫], ৩৯. ছোটদের বিশ্বনবী, [২০০৯], সাহসের ফুলকি।

জীবনীগ্রন্থ :

৪০. হাজী শরীয়তুল্লাহ, [১৯৯৫], ৪১. সাইয়েদ নিসার আলী তিতুমীর, [১৯৯৯], ৪২. মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, [২০০২], ৪৩. মুনশী মোহাম্মদ মেহেরউল্লাহ [২০০৪], ৪৪. অনি:শেষ নজরুল [যন্ত্রস্থ], ৪৫. কবি ফররুখ আহমদ [যন্ত্রস্থ]।

কিশোর উপন্যাস :

৪৬. বিপ্লবের ঘোড়া [১৯৯৪], ৪৭. সাগর ভাঙার দিন [২০০৩], ৪৮. ঝিমায় যখন ঝিকরগাছা [২০০৩], ৪৯. কিশোর উপন্যাসসমগ্র-১ [২০০৮], ৫০. স্বপ্নের ঠিকানা [২০১৬], ৫১. বাঁকড়া বিলের বালিহাঁস [২০১৭], মাটির টানে গাঁয়ের পানে [২০১৮], স্বপ্নজয়ী শাহবাজ [২০১৯], পদ্মে ভাসা পত্র।

কিশোর গল্প :

৫২. কিশোর গল্পসমগ্র [২০০৮], কিশোর গল্পসমগ্র [যন্ত্রস্থ]।

সম্পাদিত গ্রন্থ :

৫৩. বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম অবদান [১৯৯৮]।

সম্পাদনা :

৫৪. কিশোরকণ্ঠ উপন্যাসসমগ্র [২০০০], ৫৫. কিশোরকণ্ঠ গল্পসমগ্র [২০০১], ৫৩. সাহিত্য সংস্কৃতি [২০০৩], ৫৬. ঐ [২০০৪], ৫৭. ঐ [২০০৫], ৫৮. শ্রেষ্ঠ কিশোর কবিতা [যন্ত্রস্থ], ৫৯. মুখোমুখি [সাক্ষাৎকারমালা], ৬০. সাহিত্য সংস্কৃতি : সীরাতুন্নবী স্মারকগ্রন্থ [২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯]

সেমিনার স্মারকগ্রন্থ:

সেমিনার স্মারকগ্রন্থ [২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯], সেমিনার প্রবন্ধ সংকলন [২০১০], ৭৯. সাহিত্য সেমিনার স্মারকগ্রন্থ [২০০৭, ২০০৮]।

উপরোক্ত গ্রন্থ তালিকা থেকে সহজেই ধারণা করা চলে যে, মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় নানা আঙ্গিক ও রূপরীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ইতঃমধ্যে তিনি কাব্য, কথাসাহিত্য, প্রবন্ধ, শিশুসাহিত্য ও সম্পাদনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন।

পুরষ্কার ও সম্মাননা:

১. কেশবপুর [যশোর] অববাহিকা সাহিত্য পরিষদ কর্তৃক সম্বর্ধনা [১৯৮৬], ২. বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ কর্তৃক সাহিত্য পুরস্কার [১৯৯৭], ৩. কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক সাহিত্য পুরস্কার [১৯৯৭], ৪. কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার [২০০৩], ৫. ছড়ার ডাক সাহিত্য পদক [২০০৪], ৬. জাগরণী সাহিত্য পদক [২০০৪], ৭. মৃত্তিকা পদক [২০০৮], ৮. বাসপ পদক [২০০৯], ৯. প্রেষণা সাহিত্য পুরস্কার। প্রেষণা সাহিত্য পরিষদ, সিলেট [২০১৫], ১০. অক্ষর সাহিত্য পুরস্কার। অক্ষর সাহিত্য সংসদ, মৌলভী বাজার [২০১৫], ১১. সাহিত্য সম্মাননা। আধুনিক ক্লাব, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী [জানুয়ারি, ২০১৬], ১২. সাহিত্য সম্মাননা স্বারক। বরিশাল মহানগর [২০১৬], ১৩. প্রতিধ্বনি সাহিত্য সম্মাননা, চট্টগ্রাম [২০১৬], ১৪. আজীবন সম্মাননা পদক, নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা [২০১৬], ১৫. বায়তুশ শরফ সম্বর্ধনা, চট্টগ্রাম [২০১৬], ১৬. উন্মুখ সাহিত্য পুরস্কার ২০১৬, উন্মুখ সাহিত্য ফাউন্ডেশন, চট্টগ্রাম [২০১৬], ১৭. অঙ্গীকার সাহিত্য-সংস্কৃতি সংবর্ধনা, রংপুর [২০১৬], ১৮. কপোতাক্ষ সাহিত্য পদক ২০১৯, ১৯. নাবিক সাহিত্য পদক ২০১৯ প্রভৃতি।

বাংলা সাহিত্যে অবদান:

প্রকৃতপক্ষে, সৃজনশীলতার জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ সময়ে সাধারণত মানুষ অভিজ্ঞতা ও অভিজ্ঞানে নানাভাবে সমৃদ্ধ, ঋদ্ধ ও পরিপক্ক হয়ে ওঠে। অতএব, আশা করা যায়, তিনি ভবিষ্যতে আরও মূল্যবান ও বিচিত্র অবদানে সাহিত্যের ভাণ্ডারকে পূর্ণ করে তুলবেন। মোশাররফ হোসেন সাহিত্যের বিচিত্র ওলি-গলি যেমন প্রবন্ধ, গল্প-উপন্যাস, জীবন-কাহিনী, শিশুসাহিত্য ইত্যাদি রচনায়ও উল্লেখযোগ্য অবদান রাখলেও তিনি প্রধানত কবি।

মোশাররফ হোসেন বিশ্বাসী কবি। তার সব কাব্য-কবিতায় এ বিশ্বাসের অন্তরঙ্গতা পরিস্ফূট। বিশেষত তার-ক্রীতদাসের চোখ এক্ষেত্রে একটি ক্লাসিক উদাহরণ। বিশ্বাসের প্রাণবন্ত চেতনার সাথে কাব্যিক ব্যঙময়তার যখন সমন্বয় ঘটে, তখন তা যে কী অপরূপ কাব্য-সম্ভারে পরিণত হয় তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এ কাব্যটি। মোশাররফ হোসেন এখানে যথার্থই একজন মানবতাবাদী হিসাবে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন। কবি-শিল্পীরা সবসময় সত্য-সুন্দর ও কল্যাণের প্রত্যাশী। মোশাররফ হোসেনের কাব্যে এর পরিচয় সর্বত্র বিধৃত। এখানে কবি হিসাবে তার প্রতিশ্রুতি এবং পরিণতি স্পষ্ট অবলোকন করা যায়। আশা করা যায়, নিবিড় সৃষ্টিমুখর কবি ভবিষ্যতে এধরনের আরো কাব্যগ্রন্থ উপহার দেবেন।

মোশাররফ হোসেনের কাব্য-কর্মে এ চারটি গুণের প্রকাশ ঘটেছে। এদিক দিয়ে তাকে কবি হাসসান বিন সাবিত, কাব বিন মালিক, আব্দুল্লাহ বিন রাওয়াহা, লাবীদ বিন রাবীয়া প্রমুখ সাহাবা-কবি এবং আধুনিক বাংলা কাব্যের কালজয়ী প্রতিভা ফররুখ আহমদের যোগ্য উত্তরসূরি মনে করা যেতে পারে। মোশাররফ এক প্রত্যয়দীপ্ত বিশ্বাসী কবি।

কবি তাঁর বিশ্বাসের দাবী হিসাবে প্রচণ্ড প্রতিবাদী। সমাজ ও জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে সারা পৃথিবীতে যে শোষণ-জুলুম, অন্যায়-অনিয়ম, অনাচার-পাপাচার চলছে তার বিরুদ্ধে কবির প্রচণ্ড ঘৃণা, প্রতিবাদ, প্রতিরোধ ও দ্রোহ শাণিত কৃপাণের ন্যায় ঝলসে উঠেছে। কবি তাঁর দ্রোহের বহ্নিতে পৃথিবীকে পরিশুদ্ধ ও আলোকোজ্জ্বল করে তুলতে চান। এদিক দিয়ে মোশাররফ হোসেন যথার্থই একজন বিদ্রোহী মু’মিন কবি।

পরিশেষ:

কবি-সাহিত্যিক-শিল্পীরা সাধারণত সত্য-সুন্দর-কল্যাণের সাধক। মোশাররফ হোসেন তেমনি একজন আত্মমগ্ন নিবিষ্ট কবি। তারুণ্যের প্রাণোচ্ছল দীপ্তি তাঁর চোখে-মুখে, সৃষ্টি-মুখরতায় তিনি নিয়ত আনন্দ-চঞ্চল। তাই বাস্তবে দুঃখ-বেদনা, ঘাত-অভিঘাত তাকে আলোড়িত করে। অনুভূতির প্রগাঢ়তায় কখনো তা তাঁর কাব্য-ভাষায় বিদ্যুতের মতো চমকে ওঠে।

কবির সাধনা— এ দুঃখ-বেদনার একদিন অবসান ঘটবে, বিশ্বাসের আলো দিয়ে নিবিড় তিমিরাবরণ ভেদ করে সত্য-সুন্দর-কল্যাণের প্রতিষ্ঠা অনিবার্য হয়ে উঠবে। তাই হতাশার মধ্যে দৃঢ় প্রত্যয়ের অভিব্যঞ্জনা তাঁর কাব্যে পরিস্ফূট। এ কবি ভবিষ্যতে বৈচিত্র্যে, দীপ্তিতে, গভীরত্বে, ব্যাপকত্বে আরো অধিক সৃষ্টি-মুখর হয়ে উঠুক— এটাই আমাদের একান্ত প্রত্যাশা।

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

০০১. সাহিত্য সংস্কৃতি সমগ্র − মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১. আল কুরআনে নারী (১ম খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

২. আল কুরআনে নারী (২য় খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৩. ছোটদের বিশ্বনবী – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link            ||

৪. নামায কায়েম কর – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৫. বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম অবদান – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৬. মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৭. মুনশী মোহাম্মদ মেহের উল্লাহ্ – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৮. সংস্কৃতির তিন নকিব – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

৯. সাইয়্যেদ নিসার আলী তিতুমীর – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link            ||

১০. সাহসী মানুষের গল্প (১ম খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১১. সাহসী মানুষের গল্প (২য় খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১২. সাহসী মানুষের গল্প (৩য় খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১৩. সাহসী মানুষের গল্প (৪র্থ খণ্ড) – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১৪. সীরাতুন্নবী (ﷺ) সংখ্যা [২০১২] – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১৫. সেমিনার স্মারক গ্রন্থ সংকলন [২০০৮] – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১৬. সেমিনার স্মারক গ্রন্থ সংকলন [২০১০] – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

১৭. হাজী শরীয়তুল্লাহ – মোশাররফ হোসেন খান

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা জোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://kitabghor.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com
ক্রেডিট
মতিউর রহমান
Back to top button
error: Python Encryption !!!