জনপ্রিয় লেকচারার ও দাঈ ডা. জাকির নায়েকের জীবনী
ও রচিত গ্রন্থাবলী [পিডিএফ]

জন্ম ও পড়াশোনা:
জাকির নায়েক ভারতের মুম্বাইয়ে ১৯৬৫ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। স্কুলের পড়াশোনা শেষে কিশিনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। মেডিসিনের ওপর টোপিওয়ালা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। এরপর, তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
ধর্ম প্রচারে জাকির নায়েক:
১৯৯১ সাল থেকে জাকির নায়েক ইসলামের দায়ী বা ইসলাম ধর্মপ্রচারক হিসেবে কার্যক্রম শুরু করেন এবং আইআরএফ প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী ফরহাতও আইআরএফ এর নারীদের শাখায় কাজ করেন। ফারিক নায়েক, রুশদা নায়েক, জিকরা নায়েক নামে জাকির নায়েকের তিন সন্তান রয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয়তা:
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ড. জাকির নায়েক। এছাড়াও বাইবেল, বেদ-উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থের রেফারেন্স, মুখস্থবিদ্যা, বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়। ডা. জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হলো বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা।
জাকির নায়েকের অনুপ্রেরণা:
জাকির নায়েক ইসলাম বিষয়ক আলোচনার নতুন যেই ধারার মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন তা মূলত শুরু করেছিলেন তারই গুরু ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক শায়খ আহমাদ দিদাত (১৯১৮-২০০৫)। ইসলামের এই প্রখ্যাত দায়ীর মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার কথা নিজেই এক বক্তৃতায় স্বীকার করেন জাকির নায়েক। ১৯৮৭ সালে আহমাদ দিদাতের সঙ্গে সাক্ষাতও করেন তিনি।
আহমদ দিদাতের পর ডা. জাকির নায়েক দ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যিনি ইসলাম ও মহানবী (ﷺ)-এর বিরুদ্ধে একশ্রেণীর ইহুদি, খ্রিষ্টান ও হিন্দু বুদ্ধিজীবীর আনীত নানা অভিযোগ লেকচারের মাধ্যমে খণ্ডন করে ইসলামের সর্বজনীন আদর্শ ও কালজয়ী শিক্ষা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তুলে ধরার কৃতিত্ব দেখিয়েছেন। তার হাতে বহু অমুসলিম ইসলামে দীক্ষিত হয়েছেন।
ধর্ম নিয়ে তুলনামূলক বিতর্ক:
জাকির নায়েক ইসলাম ধর্মসম্পর্কিত অনেক বিষয়ে লেকচার দিয়েছেন ও বিতর্ক করেছেন। ২০০০ সালের ১ এপ্রিল আমেরিকার শিকাগো শহরে ‘বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল’ শীর্ষক এক বিতর্কে খ্রিষ্টান পাদ্রি উইলিয়াম ক্যাম্পবেলকে জাকির পরাজিত করেন।
তিনি বলেন, ‘ইসলাম একটি কার্যকারণ ও যুক্তির ধর্ম এবং কুরআনে বিজ্ঞানবিষয়ক প্রায় ১০০০ আয়াত আছে।’ সেখানে তিনি পশ্চিমা কনভার্টের সংখ্যা ব্যাখ্যা করেন।
২১ জানুয়ারি ২০০৬ সালে শ্রী শ্রী রবি শঙ্করের সাথে ‘প্রধান ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলাম’ বিষয়ে ভারতের ব্যাঙ্গালুরু টিভিতে প্রকাশ্যে যে বিতর্ক হয় এতে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হন।
২০০৭ সালে মুম্বাইয়ে সুমাইয়া গ্রাউন্ডে করেন ১০ দিনব্যাপী শান্তি সম্মেলন, এতে ইসলামের মহিমাকে তুলে ধরেন সব ধর্মের প্রতিনিধিদের সামনে। ২০১০ সালে তিনি এ টিভি বিতর্কে ইসলামের সত্যতা প্রমাণ করেন। অক্সফোর্ডে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন ফেব্রুয়ারি, ২০১১ সালে। ২০১৪ সালে আফ্রিকার গাম্বিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি সে দেশে চারটি বক্তৃতা প্রদান করেন।
‘একমাত্র ইসলাম ধর্ম নারীর নিরাপত্তা নিশ্চিত করে এবং নারীকে সমতা দেয়’ এ বিষয়ে জাকির ২০০৪ সালে ইসলামিক ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস নেটওয়ার্ক অফ অস্ট্রেলিয়া এর আমন্ত্রণে মেলবোর্ন ইউনিভার্সিটিতে বিতর্ক করেন। তিনি বলেন, ‘যে পশ্চিমা পোষাক মেয়েদের ধর্ষণের অন্যতম কারণ। কারণ এটা মেয়েদেরকে পর পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে।’
বক্তৃতা ও বইসমূহ:
ডা. জাকির নায়েক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। তাঁর বক্তৃতায় বিভিন্ন সম্প্রদায়ের আমন্ত্রিত ও অনামন্ত্রিত শ্রোতাগণ অংশগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য বক্তৃতা পরবর্তীতে মূল ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসাবে প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো—
১। ইসলাম বিষয়ে অমুসলিমদের কিছু সাধারণ প্রশ্নের জবাব
২। কোরআন ও আধুনিক বিজ্ঞান
৩। কোরআন কি ঈশ্বরের বাণী?
৪। আমিষ খাদ্য কি মানুষের পক্ষে ক্ষতিকর?
৫। বিশ্বভ্রাতৃত্ববোধ
৬। প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের অস্তিত্ব
৭। বিজ্ঞানের আলোকে কোর’আন ও বাইবেল
৮। হিন্দু ও ইসলাম ধর্মের অন্তর্নিহিত সাদৃশ্য
৯। সন্ত্রাসবাদ ও জিহাদ
১০। ইসলামের কেন্দ্রবিন্দু
১১। সন্ত্রাসবাদ কি কেবল মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য?
১২। প্রশ্নোত্তরে ইসলামে নারীর অধিকার
১৩। কেন ইসলাম গ্রহণ করছে পশ্চিমারা?
১৪। ইসলামে নারীর অধিকার আধুনিক নাকি সেকেলে?
১৫। সুদমুক্ত অর্থনীতি
১৬। ইসলাম ও খ্রিস্টধর্মের সাদৃশ্য
১৭। বিভিন্ন ধর্মগ্রন্থ সমূহের আলোকে হিন্দুধর্ম ও ইসলাম
১৮। আল কোর’আন বুঝে পড়া উচিত
১৯। রাসূলুল্লাহর (ﷺ) নামায
২০। চাঁদ ও কুর’আন
২১। মিডিয়া ও ইসলাম
২২। সুন্নাত ও বিজ্ঞান
২৩। পোশাকের নিয়মাবলী
ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা ভাঙতে চান জাকির নায়েক:
জাকির নায়েক মনে করেন, প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণা গুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের ওপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাঁর কিছু নিবন্ধ ‘ইসলামিক ভয়েস’ পত্রিকায় প্রকাশিত হয়।
নিউ এজের সুশি দাস মন্তব্য করেন, নায়েক ইসলামের উপদেশের এবং আত্ন্যিক শ্রেষ্ঠত্বের উচ্চ প্রশংসা করেন এবং পশ্চিমা বিশ্বে সাধারণভাবে যে বিশ্বাস দেখা যায় তাকে ব্যঙ্গ করেন।
জাকির নায়েক সবচে’ বেশি সফলতা পান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান সৃষ্টি করার মাধ্যমে; যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে বিভিন্ন ভাষায় অন্তত ১৫০টি দেশে। টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাষায় কোরআন ও হাদিসের ব্যাখ্যা ও তার ইসলাম প্রচারের কৌশল স্বাচ্ছন্দে গ্রহণ করেন সাধারণ মুসলমানদের অনেকে।
ধর্মীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাকির নায়েকের অবস্থান:
বর্তমানে সোশ্যাল মাধ্যমে ইসলামী জনপ্রিয় আলোচকদের তালিকায় অন্যতম জাকির নায়েক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ২২ মিলিয়নেরও (২ কোটি ২০ লাখ) বেশী ফলোয়ার রয়েছে। ইসলামপন্থী দায়ীদের মধ্যে সবার আগে তার পেজই ভেরিফাইড করে ফেসবুক কর্তৃপক্ষ।
এছাড়া ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, টাম্বলারের মতো ইন্টারন্যাশনাল সোশ্যাল সাইটগুলোতেও ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই সাইটগুলোতে তার প্রায় ১০০ মিলিয়নেরও (১০ কোটি) বেশী ফলোয়ার রয়েছে।
একটি জরিপে ২০০৯ সালে তিনি সমকালীন বিশ্বে সবচেয়ে ধর্মীয় প্রভাবশালী তৃতীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন। ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তার কোন কোন বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। ২০১৬ সালে এক বক্তৃতার কারণে নিজ দেশ ভারতে তিনি তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনসহ (আইআরএফ) ও পিস টিভি। সে বছরই ১ জুলাই ভারত ছেড়ে মালয়েশিয়ায় যান তিনি। দেশটির তৎকালীন নাজিব রাজাক সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এরপর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
০০১. ডা. জাকির নায়েক রচনাসমগ্র [ইংরেজি সংস্করণ]
Download: 1. Drive Link ||
১. আমাদের জীবনের উদ্দেশ্য কি? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২. আল কুরআন ও আধুনিক বিজ্ঞান – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩. আল কুরআন বুঝে পড়া উচিত – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪. আল্লাহর প্রতি আহ্বান তা নাহলে ধ্বংস – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৫. ইসলাম ও খ্রিষ্টীয় ধর্মের মধ্যে সাদৃশ্য – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৬. ইসলাম ও সেকিউল্যারিজম – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৭. ইসলাম ও হিন্দুধর্মের মধ্যে মিল ও সাদৃশ্য – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৮. ইসলাম কি মানবতার সমাধান? – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৯. ইসলাম সম্পর্কে অমুসলিমদের সাধারণ আপত্তির জবাব – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১০. ইসলামিক লেবেল – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১১. ইসলামে নারীর অধিকার সেকেলে নাকি আধুনিক? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১২. ইসলামের ওপর অভিযোগ এবং দলিল ভিত্তিক জবাব – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৩. ইসলামের কেন্দ্রবিন্দু – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৪. কুরআন এবং আধুনিক বিজ্ঞান – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৫. কুরআন এবং আধুনিক বিজ্ঞান: সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৬. কুরআন ও বাইবেল – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৭. কুরআন কি আল্লাহর বাণী? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৮. কেন ইসলাম গ্রহণ করছে পশ্চিমারা? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
১৯. চাঁদ ও কুরআন – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২০. জিহাদ ও সন্ত্রাস– ১ম খণ্ড – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২১. জিহাদ ও সন্ত্রাস– ২য় খণ্ড – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২২. ডা. জাকির নায়েক লেকচার সমগ্র– ১ম খণ্ড – পিস পাবলিকেশন
Download: 1. Drive Link ||
২৩. ডা. জাকির নায়েক লেকচার সমগ্র উন্মুক্ত প্রশ্নোত্তর – পিস পাবলিকেশন
Download: 1. Drive Link ||
২৪. ডা. জাকির নায়েক উন্মুক্ত প্রশ্নোত্তর ৪ – পিস পাবলিকেশন
Download: 1. Drive Link ||
২৫. ডা. জাকির নায়েক লেকচার সমগ্র ২ – পিস পাবলিকেশন
Download: 1. Drive Link ||
২৬. পোশাকের নিয়মাবলী – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২৭. প্রধান ধর্মসমূহে স্রষ্টার ধারণা – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২৮. প্রশ্নোত্তরে ইসলামে নারীর অধিকার – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
২৯. বাংলার তসলিমা নাসরীন – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩০. বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মাদ (ﷺ) – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩১. বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ও ইসলাম ধর্ম – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩২. বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৩. বিশ্বজনীন ভ্রাতৃত্ব – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৪. মানুষের জন্য আমিষ খাবার কি অনুমোদিত বা নিষিদ্ধ? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৫. মিডিয়া ও ইসলাম – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৬. মুসলিম উম্মাহ’র ঐক্য – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৭. মৌলবাদ বনাম মুক্তচিন্তা – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৮. যিশু কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিল ? – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৩৯. রাসূলুল্লাহ (ﷺ)-এর নামায – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪০. সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি? – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪১. সন্ত্রাসবাদ ও জিহাদ – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪২. সালাত – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪৩. সালাতুন নাবী ও বিবিধ মাসায়েল – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪৪. সুদমুক্ত অর্থনীতি – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪৫. সুন্নাত ও বিজ্ঞান – ড. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
৪৬. হিন্দুধর্ম ও ইসলাম সাদৃশ্য – ডা. জাকির নায়েক
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূল বই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –